সুরমা পাড়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

খেলা ডেস্ক


এপ্রিল ২৭, ২০২৪
০৪:৩৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২৪
০৪:৩৭ অপরাহ্ন



সুরমা পাড়ে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
বিশ্বকাপ প্রস্তুতির ‘সুযোগ’ নিতে চান জ্যোতি-হারমানপ্রীতরা


ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে কাল। তার আগে আজ সিলেটের সুরমা নদীর তীরবর্তী ঐতিহাসিক আলী আমজাদ ঘড়ির সামনে উন্মোচিত হলো সিরিজের ট্রফি। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রীত কওর। এ সময় গণমাধ্যমে কথা বলেন দুই অধিনায়ক।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে বিকাল ৪টা থেকে। আগামীকালের পর ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। পরের ম্যাচগুলো যথাক্রমে ২, ৬ ও ৯ মে।  ট্রফি উন্মোচনের পর সাংবাদিক সম্মেলনশেষে জ্যোতি বলেন, ‘সিলেট টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য আদর্শ একটি জায়গা। সিরিজটাকে আমরা সুযোগ হিসেবে নিচ্ছি। ভারত শক্তিশালী দল সবাই জানি। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতির জন্য এটা সেরা একটা সুযোগ।’

আগের সিরিজে দুই দলের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর পরিবেশ পিছে ফেলে এসেছে দুই দলই। বাংলাদেশে খেলতে আসা উপভোগ করেন হারমানপ্রীত। তিনি বলেন, ‘এখানে আমরা বিশ্বকাপ খেলবো। তার আগে বাংলাদেশে খেলতে আসা এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব ভালো সুযোগ আমাদের জন্য।’  

আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ।

গত জুলাইয়ে বাংলাদেশে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে ভারত। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ হারলেও শেষটি জেতে বাংলাদেশ। পরে ওয়ানডে সিরিজ ড্র হয়।