আগের রেকর্ড ভেঙে সিলেটে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক


মে ২৪, ২০২৪
১২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ২৪, ২০২৪
০১:০৫ পূর্বাহ্ন



আগের রেকর্ড ভেঙে সিলেটে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা


তীব্র তাপপ্রবাহে সিলেটে নাগরিক জীবন বিপর্যস্ত। গত কয়েকদিন ধরে এমন তাপদাহ চললেও আবহাওয়া অধিদপ্তর বলছে আজ বৃহস্পতিবার সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এক সপ্তাহ আগের সর্বোচ্চ রেকর্ডকে ভেঙে দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা ৩টায় আবহাওয়া অধিদপ্তর রেকর্ড অনুযায়ী তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা। 

এ সংক্রান্ত পূর্বের সংবাদ-

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ সিলেটে

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন। তিনি বলেন, ‘সন্ধ্যা ছয়টার রেকর্ডে যদি তাপমাত্রা আর না বাড়ে তাহলে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াসই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।’

এর আগে গত ১৬ মে সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ডি করা হয়েছিল। এর আট দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো।

এদিকে আগামী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মোংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।

এগিকে আগামীকাল শুক্রবারের (২৪ মে) পূর্বাভাস বলছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

শনিবারের (২৫ মে) পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও  সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আগমী ২৪ ঘন্টার পূর্বাভাসে  সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসাই কমছে না। 


এএফ/০৪