নগরে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২৫
১০:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২৫
১০:১৬ অপরাহ্ন



নগরে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল


আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল অনুষ্ঠিত।

আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কিনব্রিজের উত্তর পরে জড়ো হয়ে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, শহীদ মিনার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, শাহপরান থানা কমিটির সভাপতি মো. খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন, সহ-সভাপতি শাহীন আহমদ, জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, চন্ডিপুল আঞ্চলিক কমিটির কমিটির সাধারণ সম্পাদব সুনু মিয়া সাগর, বাবনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মুমিন মিয়া, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ মো. সাইমনসহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ‘মালিকদের সকল রকমের অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে।’

হোটেল সেক্টরে প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা, সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা অপ-কৌশল গ্রহণ করেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। গত ১০ এপ্রিল শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে দি চেম্বার্স অব কমার্স ও মালিক সমিতির ত্রী-পক্ষিয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সকল শ্রমিকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের প্রেক্ষিতে সকল মালিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আগামীকাল সকাল ১০টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে এতে সিলেটের সকল হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট, মিষ্টি বেকারী, ফাস্টফুড শ্রমিকের পাশাপাশি সর্বস্তরের শ্রমিকের উপস্তিত কামনা করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।



এএফ/০৪