সিলেটে খুদে ফুটবলার ও ক্রিকেটার বাছাই সম্পন্ন

মিরর স্পোর্টস ডেস্ক


জুন ২০, ২০২৪
০৫:২৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২৪
০৫:২৪ পূর্বাহ্ন



সিলেটে খুদে ফুটবলার ও ক্রিকেটার বাছাই সম্পন্ন


সিলেট বিভাগীয় পর্যায়ে (অনূর্ধ্ব-১৪) সপ্তাহব্যাপী ক্রিকেট  (লেগ স্পিনার) ও ফুটবল (স্ট্রাইকার) বাছাই প্রতিযোগিতা ও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস সম্প্রতি এ প্রতিযোগিতার আয়োজন করে। 

সিলেট জেলা স্টেডিয়ামস্থ ক্রীড়া ভবনের হলরুমে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক গোলাম জাবির চৌধুরী জাবু। সিলেটের জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল কোচ খালেদ আহমদ ও ক্রিকেট কোচ নাসির উদ্দিন। উক্ত বাছাই প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট বিভাগের চারটি জেলার (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার) ৫০ জন খুদে ক্রিকেট  (লেগ স্পিনার) ও ফুটবল (স্ট্রাইকার) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার। 

এএন/০৫