বেলজিয়ামের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

মিরর স্পোর্টস ডেস্ক


জুলাই ০৩, ২০২৪
০৪:৫৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২৪
০৪:৫৮ পূর্বাহ্ন



বেলজিয়ামের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স


নিজেদের কিছুটা সৌভাগ্যবান ভাবতেই পারে ফরাসিরা। আবারও ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে একটি আত্মঘাতী গোল। ফরোয়ার্ডরা যখন একের পর এক মিসে হতাশা উপহার দিচ্ছিলেন, তখন প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় তুলে কোয়ার্টার-ফাইনালের টিকিট পেল ফ্রান্স। তাতে হৃদয় ভাঙে বেলজিয়ানদের। দারুণ লড়াই করার পরও বিদায় নিতে হলো দলটিকে।

সোমবার রাতে জার্মানির ডাসেলডার্ফ অ্যারেনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে পরাস্ত করে ফ্রান্স। ম্যাচের প্রায় শেষ দিকে রেন্ডল কোলোমুয়ানির শট ইয়ান ভেরটনঘেনের পায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করলে উল্লাসে মাতে ফরাসিরা। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও আত্মঘাতী গোলে জয় পেয়েছিল তারা।

শেষ আটের লড়াইয়ে তারা ৫ জুলাই পর্তুগালের মুখোমুখি হবে।

এএন/০৪