সিলেট মিরর ডেস্ক
জুলাই ১০, ২০২৪
১২:৩৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১০, ২০২৪
১০:০১ অপরাহ্ন
ব্রিটিশ সরকারের মন্ত্রী তালিকায় স্থান করে নিলেন রুশনারা আলী। তিনি সরকারের হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব পেলেন।
পাঁচবারের এমপি রুশনারা আলী ২০১০ সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এমপি হয়ে ইতিহাস রচনা করেন।
আরও পড়ুন- ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী হচ্ছেন টিউলিপ সিদ্দিক |
রুশনারা বিরোধী দলে থাকলেও সরকারের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এদিকে, একই দিনে সরকারের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক।