পুলিশের বাঁধা ভেঙে শাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাবিপ্রবি প্রতিনিধি


জুলাই ১২, ২০২৪
১২:০৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১২, ২০২৪
১২:০৭ পূর্বাহ্ন



পুলিশের বাঁধা ভেঙে শাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ


সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে পুলিশের বাধা ভেঙে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

 আজ বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল ৪টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রাখেন।

শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বাধা দেন। পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এ সময় সড়কের দুই পাশে যান-চলাচল বন্ধ হয়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। এসময় তিনিও সড়ক অবরোধ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদেরকে নিষেধ করেন।

কোটাবিরোধী আন্দোলনের শাবি সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু আজকে পুলিশ হঠাৎ করে আমাদের বাঁধা দেয়। এই আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন,  জন দুর্ভোগ এড়াতে পুলিশ শিক্ষার্থীদেরকে রাস্তা অবরোধ করতে বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা জোর করে রাস্তা দখল করে নিতে চাইলে পুলিশ শিক্ষার্থীদেরকে বাধা দেন । তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলেও তিনি জানান।


এএফ/০৪