ট্রেন চলাচল শুরু কাল থেকে

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩১, ২০২৪
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৪
০৩:২৮ পূর্বাহ্ন



ট্রেন চলাচল শুরু কাল থেকে


চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেও স্বাভাবিক হয়ে উঠেছে সড়কে যান চলাচল। সে ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সীমিত পরিসরে শুরু হচ্ছে রেল চলাচল। এদিকে ধীরে ধীরে অফিসের সময় বাড়ানোর পর আজ বুধবার (৩১ জুলাই) থেকে আবারও পুরনো সময়ে ফিরছে অফিস।

রাজধানীর সড়কেও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেছে। অফিস শুরু ও ছুটির সময় সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় মূল সড়কে যাত্রী ও গাড়ির চাপ বাড়ছে। সড়কে সন্ধ্যার পরও গাড়ির চলাচল বেড়েছে।

মূল সড়কগুলোতে রাতেও তুলনামূলক গাড়ির উপস্থিতি বেশি দেখা যায়। যদিও তখন গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির চলাচল বেশি থাকে।

আজ থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এ ছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গত ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে গত ২৪ জুলাই থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস।

সারা দেশে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল থেকে ট্রেন চলাচল শুরু হবে। তবে শুধু কারফিউ শিথিল থাকা অবস্থায় ট্রেন চলাচল করবে। এতে করে লম্বা দূরত্বে ট্রেন চালানোর সুযোগ নেই। শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। গতকাল রেল ভবনে আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হামিক।

সভা সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করবে। একইভাবে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন যাতায়াত চালু থাকবে। তবে সব ধরনের আন্ত নগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্ত নগর ট্রেনের বিষয়ে আরো দু-এক দিন পরে সিদ্ধান্ত আসতে পারে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ চলাকালে, অর্থাৎ রাতে যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না। তবে তেলবাহী ও পণ্যবাহী ট্রেনগুলোর চলাচল বিশেষ নিরাপত্তায় অব্যাহত থাকবে।

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৯ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। যদিও নিরাপত্তা বিবেচনায় ট্রেন চালানোর ওই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।


এএফ/০৩