সিলেটের কোম্পানীগঞ্জে সংঘর্ষের সময় সিলেট মিররের সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ০৩, ২০২৪
১১:১৮ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৪
১১:১৮ অপরাহ্ন



সিলেটের কোম্পানীগঞ্জে সংঘর্ষের সময় সিলেট মিররের সাংবাদিক আহত


কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দায়িত্ব পালনকালে আহত হয়েছেন সিলেট মিরর-এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি কবির আহমদ। 

আজ শনিবার (৩ আগস্ট) দুপুর বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আন্দোলনাকরী শিক্ষার্থীরা সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করেন। বেলা সোয়া দুইটার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় প্রায় ১৫ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় লাল কাপড় বেঁধে মিছিল নিয়ে টুকেরবাজার থেকে থানার বাজারের দিকে যেতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের ফটকের সামনে পৌঁছায়। এ সময় সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ওমর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েই স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ওই এলাকা দিয়ে থানার বাজারের দিকে যেতে থাকলে উপজেলা পরিষদের ফটকের সামনে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে বেলা একটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মী ও পুলিশ উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে সরে যায়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলা পরিষদের ফটকের সামনে অবস্থান করে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।



এএফ/১০