ঢাকায় পা রেখে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ দল

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ০৫, ২০২৪
০৩:১৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৫, ২০২৪
০৬:২২ অপরাহ্ন



ঢাকায় পা রেখে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলাদেশ দল


একদিন আগেই সাদা পোশাকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস লিখেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা দুই টেস্ট জিতে বুধবার (৪ আগস্ট) দিবাগত রাতে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। ঢাকায় পা রেখেই বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত চন্ডিকা হাথুরুসিংহের দল।

বুধবার মোট দুই বহরের ফিরছে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম বহরে এসেছেন অধিনায়ক শান্তসহ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কয়েকজন কোচিং স্টাফ। এ ছাড়া ফিরেছেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এসেছেন শান্তদের সঙ্গে। বাকিরা ফিরছেন দ্বিতীয় বহরে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় বহরের বিমান ল্যান্ড করবে মধ্যরাতে।   

প্রথম বহরে আসা ক্রিকেটারদের বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। বিশেষ করে বিদেশের মাটিতে তো বড় দলের বিপক্ষে সেই অর্থে বড় কোনো সাফল্য নেই বললেই চলে। এবার সেই পরিসংখ্যান বদলালো নাজমুল হোসেন শান্তর দল। একটা সময় টেস্ট ফরম্যাটের শীর্ষসারির দল পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে জিতল ঐতিহাসিক জিতল বাংলাদেশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম। তা ছাড়া পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের ছাপ পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। আইসিসির টেস্ট টুর্নামেন্টটিতে বাংলাদেশ উঠে এসেছে চার নম্বরে। তালিকায় শান্তরা পেছনে ফেলেছেন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে।


এএফ/০৩