নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৪, ২০২৪
০৯:১২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২৪
০৯:১২ পূর্বাহ্ন



নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাউদ্দিন


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন।  ফুটবল ফেডারেশনের বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে এই তথ্য।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। 

কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এবারও নির্বাচন করবেন তিনি।

কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার পদত্যাগ চেয়ে আসছিল সাবেক ফুটবলারদের একটি অংশ ছাড়াও একদল সমর্থক।

নিয়মিতই বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়েছে। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিবাদও করে সাবেক ফুটবলার ও সংগঠকরা। নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এর পরও পদত্যাগ করেননি তিনি। নিজের সিদ্ধান্তে ছিলেন অটল। অবশেষে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চার মেয়াদে ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সাবেক এই তারকা ফুটবলার।

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন।



এএফ/০৯