মমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের ২৩৩

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ৩০, ২০২৪
০৩:৪২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২৪
০৩:৪২ অপরাহ্ন



মমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের ২৩৩

মমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের ২৩৩


ওভারের প্রথম দুটি বলই বাউন্ডারিতে পাঠিয়েছিলেন মিরাজ। তবে বুমরার ওপর বেশিক্ষণ দাপট দেখাতে পারলেন না। চতুর্থ বলেই ক্যাচ দিলেন স্লিপে শুবমান গিলের হাতে। থামল মিরাজের ৪২ বলে ২০ রানের ইনিংস।

নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন তাইজুল ইসলাম। সেই তাইজুলকে বোল্ড করে ফেরালেন জাসপ্রিত বুমরা। বাঁহাতি এ টেল এন্ডার ব্যাটসম্যান রাউন্ড দ্য উইকেট থেকে আসা বুমরার খানিকটা ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন (৮ বলে ৫ রান)।

নতুন ব্যাটসম্যান হাসান মাহমুদ। সেই হাসান মাহমুদও শিকার হলেন বুমরার। দ্বিতীয় সেশনের প্রথম ৭ ওভারের মধ্যেই ৩ উইকেট হারাল বাংলাদেশ। সিরাজের বলে এলবিডব্লু হয়েছেন হাসান (৪ বলে ১ রান), রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। নতুন ব্যাটসম্যান খালেদ আহমেদ।

অবশেষে অপেক্ষা ফুরোল রবীন্দ্র জাদেজার। এক উইকেট দূরে থাকা এই বাঁহাতি স্পিনার খালেদ আহমেদকে ফিরিয়ে স্পর্শ করলেন ৩০০ উইকেটের মাইলফলক। জাদেজার বলে তাঁকেই ক্যাচ দিয়ে খালেদ আউট ০ রানে, যা একই সঙ্গে বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তিও।

তিনে নামা মুমিনুল এক প্রান্তে ১০৭ রানে অপরাজিত থাকলেও বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ২৩৩ রানে। দিনের দ্বিতীয় সেশনে ৮.২ ওভারে ২৮ রান তুলতেই শেষ চার উইকেট হারিয়েছে বাংলাদেশ ।

জিসি / ০৪