ক্রীড়া প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২৪
০৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৪
০৫:৪০ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে নিজেদের দলে বেশ কয়েকজন দেশি বিদেশি ক্রিকেটারকে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্লেয়ার্স ড্রাফটের প্রথম ধাপে মাশরাফি বিন মর্তুজাকে ফের দলে ভেড়ায় দলটি। এরপর আরও ১৫ জন নাম লিখিয়েছেন সিলেট স্ট্রাইকার্সে।
আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে এই অনুষ্ঠান শুরু হয়।
সিলেট স্ট্রাইকার্স দলে দেশি ১১ জন এবং বিদেশি ৫ ক্রিকেটার অন্তভুক্ত হয়েছেন।
এ সংক্রান্ত অন্য সংবাদ: বিপিএল ড্রাফটে সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি |
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
এএফ/০৯