২ সেশনও টিকতে পারল না বাংলাদেশ, ১০৬ রানে অলআউট

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ২১, ২০২৪
০৩:০৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২১, ২০২৪
০৩:০৪ অপরাহ্ন



২ সেশনও টিকতে পারল না বাংলাদেশ, ১০৬ রানে অলআউট

২ সেশনও টিকতে পারল না বাংলাদেশ, ১০৬ রানে অলআউট


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রোটিয়া বোলারদের দাপটে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই সব কটি উইকেট হারায় বাংলাদেশ।

৭৬ রানে ৭ উইকেট পড়ার পর বাংলাদেশ ১০০ রান পার করেছে মূলত তাইজুল আর নাঈম হাসানের কল্যাণে। নবম উইকেটে তাইজুলের সঙ্গে ২৬ রানের জুটি গড়েছেন নাঈম।

শেষ ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করে ফিরেছেন তাইজুল। সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

প্রথম সেশনে ৬ উইকেট ৬০ রান করে বাংলাদেশ। সাদমান ইসলাম (০ রান), মমিনুল হক (৪ রান) ও নামুল হোসেন শান্তকে (৭ রান) আউট করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার উইয়ান মুল্ডার।

পরে রাবাদা ফিরিয়েছেন মুশফিক ও লিটনকে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মেহেদী হাসান মিরাজকে ফেরান মহারাজ। 

বিরতির আগে এক পাশে থেকে বাংলাদেশের উইকেটের যাওয়া-আসার মিছিল দেখেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে সেও উইকেটে থাকতে পারেননি বেশিক্ষণ।

মধ্যাহ্ন বিরতির পর ২ বলের ব্যবধানে আউট হয়েছেন জয় ও অভিষিক্ত জাকের আলী। জয়কে আউট করেন ডেন পিট। প্রথম পাঁচ উইকেট পেসাররা নিলেও এর পর ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। ১০৯ রানে থেমেছে বাংরাদেশের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মুল্ডার, রাবাদা ও মহারাজ। অন্য উইকেটটি ডেন পিটের।

জিসি / ০৪