চট্টগ্রাম টেস্ট: প্রথম পাঁচে তাইজুলের পাঁচ

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ৩০, ২০২৪
০২:৪৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২৪
০৬:১৩ অপরাহ্ন



চট্টগ্রাম টেস্ট: প্রথম পাঁচে তাইজুলের পাঁচ

চট্টগ্রাম টেস্ট: প্রথম পাঁচে তাইজুলের পাঁচ


আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশকে ফের ব্রেকথ্রু এনে দেয়ার পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।

আগের দিন ২ উইকেটের পর আজ দ্রুতই ৩টি উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। অর্থাৎ প্রথম পাঁচ উইকেটের সবকটিই নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। তিনি যেন একাই বাংলাদেশ, একাই যেন হাত ঘুড়িয়ে বোলিং করে যাচ্ছেন!

তবে বিষয়টি তেমন নয়, অন্যান্য বোলাররাও হরদম চেষ্টা করছেন। তবে তাতে কাঙ্খিত ফলাফল মিলছে না। তাইজুল ছাড়াও আরও চারজন বোলার হাত ঘুড়িয়েছেন। কাজের কাজ, উইকেট পাননি কেউ। তবে সবাই রান দিয়েছেন ওভারপ্রতি ৩ দশমিক ৩০ এর ওপরে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ৬ষ্ঠ উইকেট নিয়েছেন পেসার নাহিদ রানা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৪৪৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন রায়ান রিকেলটন ও উইয়ান মুল্ডার।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ডেভিড বেডিহ্যামকে সরাসরি বোল্ড করেন তাইজুল ইসলাম। ৭৮ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান করেন এই ডানহাতি। পরে ম্যারাথন ইনিংস খেলা টনি ডি জর্জিকে এলবির ফাঁদে ফেলেন তাইজুল। জর্জি ২৬৯ বলে ১২টি চার ও ৪টি ছক্কায় ১৭৭ রান করেন। কেইল ভেরেইনাকেও তাইজুল ফিরিয়ে দেন শূন্য রানে।

এর আগে গতকাল মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম। পরে দিনব্যাপী দাপট দেখিয়ে ২ উইকেট হারিয়ে ৩০৭ রানে মাঠ ছাড়ে সফরকারীরা। প্রথম দিনই টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস সেঞ্চুরির দেখা পান।

জিসি / ০২