হাসান মুরাদের হ্যাটট্রিক, বোলিংয়ে দুর্দান্ত প্রস্তুতি টাইগারদের

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৯, ২০২৪
০২:১৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৯, ২০২৪
০২:১৮ অপরাহ্ন



হাসান মুরাদের হ্যাটট্রিক, বোলিংয়ে দুর্দান্ত প্রস্তুতি টাইগারদের

হাসান মুরাদের হ্যাটট্রিক, বোলিংয়ে দুর্দান্ত প্রস্তুতি টাইগারদের


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভালো একটা প্রস্তুতি সারল বাংলাদেশের বোলাররা। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচে কেউ জেতেনি। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হয়েছে ড্র।

কোল্ডরিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে ইনিংস ঘোষণা করে। যেখানে টাইগারদের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন জাকের আলী। ১১০ বলে ৪৮ রান করেন তিনি। এছাড়াও মাহিদুল ইসলাম অঙ্কন ৮৭ বলে ৪১ আর মুমিনুল এবং লিটন দাসের ব্যাট থেকে আসে ৩১ রান।

তবে এই ম্যাচে নজর কেড়েছেন টাইগার বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ সফরকারী বোলারদের সামনে খাবি খেয়ে ২৭.৪ ওভারে ৮৭ রান তুলে হারিয়েছে ৯ উইকেট। স্বাগতিক দল ৯ উইকেট হারানোর পর পরই শেষ হয়ে যায় প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। মাত্র ১.৪ ওভার বল করে ১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি স্পিনার ২৬তম ওভারে প্রথম ওভারটি করেন। সেই ওভারে ১ রান দেয়া মুরাদ নিজের পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পেয়ে যান।.

এদিকে মুরাদ ছাড়াও আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। হাসান ১৫ রানে ২ এবং তাসকিন ২১ রানে ২ উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল এবং মিরাজ। নাহিদ রানা এবং তাইজুল বাদে সকলেই উইকেট পেয়েছেন। 

২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। তার আগে দুদিনের এই প্রস্তুতি ম্যাচটা খুব একটা মন্দ বলা যায় না বাংলাদেশের জন্য।

জিসি / ০২