সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪
০১:৫৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২৪
০১:৫৩ অপরাহ্ন
শাহাদাতের রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন হাসান
অ্যান্টিগা টেস্টে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন হাসান মাহমুদ। এক বর্ষপঞ্জিতে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার এখন হাসান। নিজের পরের ওভারে এসে সেটাকেও ছাড়িয়ে গেছেন ডানহাতি এই পেসার।
টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এমন রেকর্ড গড়েন হাসান। চলতি বছরে এখন পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন মোট ২৫ উইকেট। দেশি পেসারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড।
হাসান ভেঙেছেন ২০০৮ সালে গড়া শাহাদাত হোসেন রাজিবের রেকর্ড। ১৬ বছর আগে শাহাদাৎ হোসেন ৯ টেস্টে নিয়েছিলেন ২৩ উইকেট।
তবে বিশ্বরেকর্ড গড়ার কোনো সুযোগ নেই হাসানের। ১৯৮১ সাল থেকে, ডেনিস লিলি ১৩ টেস্টে ৮৫ উইকেট নিয়েছিলেন, যা অন্য কোনো ক্রিকেটার কখনও অর্জন করতে পারেননি।
জিসি / ০২