অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের কোয়ার্টার ফাইনালে সিলেট

খেলা ডেস্ক


নভেম্বর ২৯, ২০২৪
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২৪
১২:৪৩ পূর্বাহ্ন



অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের কোয়ার্টার ফাইনালে সিলেট


প্রথমবারের মতো আয়োজিত আইনজীবী ক্রিকেট লিগে (এপিএল) অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিলেটের আইনজীবীদের দল এসডিবিএ ক্রিকেট লাভার’র্স। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে লিগের সেমি ফাইনালের লড়াই। দাপুটে খেলে কোয়ার্টার ফাইনালে আসা সিলেট দলের লক্ষ্য আপাতত ফাইনাল নিশ্চিত করা। 

এ বছর থেকে এপিএল শুরু হলেও সিলেটের আইনজীবীদের দল এসডিবিএ ক্রিকেট লাভারর্সের যাত্রা শুরু ২০১৬ সাল থেকে। টি-টেন লিগ শুরু হওয়ায় দলকে সুসংগঠিত করে প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট। রাজধানীর ফার্ম গেইটের ইন্দিরা রোডের মাঠে শুরু হওয়া লিগে শুরু থেকেই দাপুটে খেলতে থাকে সিলেট। বুলবুল, সাগর, তানভীরদের মতো ব্যাটার ও দেলোয়ার, কামরুল, মোস্তাকদের মতো বোলার ফিল্ডারদের নিয়মিত পারফর্মেন্সে সিলেটের অগ্রযাত্রা সহজ করে দেয়।

প্রিয় দলকে উৎসাহ দিতে সিলেট থেকে ঢাকায় ছুটে যান আইনজীবীদের অনেকে। ঢাকায় বসবাসরত বিজ্ঞ আইনজীবীদের অনেকেই মাঠে আসেন নিজ জেলার দলকে উৎসাহ যোগাতে। তাদের উৎসাহে গত ১৫ নভেম্বর শক্তিশালী ঢাকাকে হারানোর পর একে একে সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিপক্ষে টানা তিন জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় সিলেট। 

দলের বিশেষ প্রশিক্ষককের একসময়ের সিলেট জেলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার ও সিলেট জেলা বারের আইনজীবী সুমিত শ্যাম পল। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘দলের সবাই ভালো করার জন্য উদ্ভুদ্ধ। টানা জয় পাওয়ায় সবার আত্মবিশ্বাস বেড়েছে। এখন আমাদের প্রথম লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা।’


এসডিবিএ ক্রিকেট লাভারর্স দলটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। এবার লিগকে সামনে রেখে নতুন করে দল গোছানোর প্রক্রিয়া শুরু করেন আইনজীবী মো. আজমল হোসেন (গাজী আজমল), রব নেওয়াজ রানা, অহিদুর রহমান চৌধুরী, সলমান উদ্দিনসহ সংশ্লিষ্টরা। দল গঠনের পর কখনো মাঠে, কখনো ইনডোরে চলে অনুশীলন। এখন তার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। 

সিলেট দলের দুইজন ডাক পেলেন আন্তর্জাতিক ক্রিকেটে : এপিএলে নিজ দলের হয়ে পারফর্ম করে নজর কাড়া শেখ আবুল হাসনাত বুলবুল ও মো. মহিদুর রহমান আসন্ন অ্যাডভোকেট এশিয়া কাপ ও অ্যাডভোকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের জন্য প্রাথমিক দলে ডাক পেয়েছেন। গত ২১ নভেম্বর তাদের বিষয়টি অবগত করা হয়। এমন খবরে দারুণ উৎফুল্ল সিলেট দল।