পনের বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

মিরর স্পোর্টস ডেস্ক


ডিসেম্বর ০৩, ২০২৪
১০:৩৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৪
১০:৩৬ অপরাহ্ন



পনের বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের


ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট করে দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতল বাংলাদেশ। জয় পেয়েছে ১০১ রানের ব্যবধানে। এ জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল মেহেদী হাসান মিরাজের দল। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ।

২০০৯ সালের গ্রেনাডা টেস্টের ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারাতে পারল বাংলাদেশ। এ ছাড়া দেশ-বিদেশ মিলিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ৬ বছর পর।

টেস্ট সিরিজ শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের লড়াই শেষ হয়নি। দুই দল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর। পরের দুটি ম্যাচ ১০ ও ১২ ডিসেম্বর। সবই সেন্ট কিটসে। রানে ৫ উইকেটসহ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট।

সিরিজসেরার পুরস্কারটা অবশ্য যৌথভাবে দেওয়া হয়েছে। ১১ উইকেট নেওয়া তাসকিনের সঙ্গে পুরস্কারটা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০ উইকেট নেওয়া জেডন সিলস।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৬৪ ও ২৬৮ (জাকের ৯১, সাদমান ৪৬, মিরাজ ৪২, শাহাদাত ২৮; রোচ ৩/৩৬, আলজারি ৩/৭৭)। ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬ ও ১৮৫ (হজ ৫৫, ব্রাফেট ৪৩; তাইজুল ৫/৫০, হাসান ২/২০, তাসকিন ২/৪৫)। 

ম্যান অব দ্য ম্যাচ: তাইজুল ইসলাম। প্লেয়ার্স অব দ্য সিরিজ: তাসকিন আহমেদ ও জেডন সিলস।

এএন/০২