নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ০৬, ২০২৫
০৪:২২ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৬, ২০২৫
০৪:২২ অপরাহ্ন
টানা তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রংপুর রাইডার্সের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পেরেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ফলে চতুর্থ জয় পেতে সোহানের দলকে ২০৬ রানের লক্ষ্য পেরুতে হবে।
নিজেদের মাঠে আজ সোমবার টস হেরে যায় সিলেট। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করে তারা। দুই ওপেনার জর্জ মানসে ও রনি তালুকদারের ৪৭ রানের জুটি গড়েন। ১৮ রানে আকিফ জাভেদের বলে মানসে ফিরলেও ফিফটি তুলে নেন রনি। ৩ ছক্কা ও ৭ চারে ৫৪ রান করেন এই ওপেনার। হাফ-সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসানও।
৫০ রানে ফিরেছেন সাইফুদ্দিনের বলে। তার বলে ফিরেছেন পল স্টার্লিংও। শেষ দিকে অ্যারন জোন্স ও জাকের আলি অনিকের দৃড়তায় ৪ উইকেটে স্কোর ২০৫-এ নিয়ে যায় সিলেট স্টাইকার্স। ১৯ বলে ৩৮ রানে জোন্স অপরাজিত থাকেন, অনিক করেন ৫ বলে ২০ রান।
রংপুরের হয়ে ৩১ রান ২টি উইকেট নেন সাইফুদ্দিন। মেহেদি ও আকিফ জাভেদ নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নামা রংপুর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার ২ বল ব্যাট চালিয়ে ১ উইকেট হারিয়ে তুলেছে ১২২ রান। আজিজুল হাকিম ০ রানে ফিরলেও এলেক্স হেল ৩১ বলে ৫১ এবং সাইফ হাসান ৩৯ বলে ৬৬ রান তুলে দলকে লক্ষ্যপানে নিয়ে ছুটছেন। সিলেট সিক্সার্সের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন তানজিম হাসান সাকিব।
এএফ/০১