নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২১, ২০২৫
১১:৩০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২২, ২০২৫
০৪:২৬ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্রার্থীদের ভরাডুবির জন্য সিলেট মহানগর বিএনপি কারণ দর্শাতে বলা হয়েছে দলের কেন্দ্রীয় কমিটি। আগামী ৩৬ ঘন্টার মধ্যে দলের নয়া পল্টন কার্যালয়ে তা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শনো নোটিশ পেয়েছেন মহানগর নেতৃবৃন্দ।
তাতে বলা হয়েছে, সম্প্রতি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করার জন্য সিলেট মহানগর বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আপনি ও সাধারণ সম্পাদকের উদাসীন এবং নির্বিকার ভূমিকার জন্য আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয় ঘটে।’
নোটিশে আরো বলা হয়, কেন আপনাদের বিরুদ্দে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী ৩৬ (ছত্রিশ) ঘন্টার মধ্যে দলের নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।’
কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, ‘প্রথমত এটি জেলা বারের নির্বাচন আমাদের খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। তাছাড়া আমরা আইনজীবীও নই। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে ভোট চেয়েছি। যতটুকু করার করেছি। তবু দলের পক্ষ থেকে যেহেতু কারণ দর্শাতে বলেছে, আমরা সেটা করব। নিজেদের অবস্থান তুলে ধরব।’
এএফ/০৫