সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০২, ২০২৫
০২:৫৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২৫
০২:৫৯ অপরাহ্ন
নির্বাচক কমিটি থেকে হান্নান সরকারের পদত্যাগ
বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করলেন হান্নান সরকার। গতকাল শনিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সেই পদত্যাগপত্রে তিনি লিখেছেন, চলতি ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত নির্বাচকের দায়িত্ব পালন করতে চান। যদিও ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হান্নান সরকারের, তবে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মধ্যে তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেন।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার সব পর্যায়ের ক্রিকেট মিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু হয়েছিল। সর্বশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে কোচিং পেশায় মনোনিবেশ করার ইচ্ছা থেকেই নাকি নির্বাচকের পদ ছেড়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হান্নান।
হান্নান বলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’
হান্নান এর আগে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এবং ডিপিএলে শেখ জামালের হয়ে কোচিং করিয়েছেন। তিনি অবশ্য হুট করে এই সিদ্ধান্ত নেননি। গত দুই-তিন মাস ধরেই বিসিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। শেষ পর্যন্ত বিসিবি এতে সম্মতি দেয়। হান্নানের বিদায়ে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন জাতীয় দলের নির্বাচক কমিটিতে রইলেন কেবল সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক।
জিসি / ০২