বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ১৯, ২০২৫
০৭:৪০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৫
০৭:৪০ পূর্বাহ্ন



বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন


দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটেরই উৎপাদন পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে,  আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও উৎপাদন শুরু হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। অন্যদিকে আগে থেকেই ২ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ ছিল।  

বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

তিনি বলেন, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কাউন্টার থেকে উৎপাদন শুরু হবে বলে আশা প্রকাশ করেন ।

জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। আর ৩ নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।  

২ নম্বর ইউনিট যান্ত্রিকত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। ১ ও ৩ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধুমাত্র চালু ছিল এক নম্বর ইউনিটটি। সর্বশেষ সে ইউনিটও বন্ধ হয়ে গেল। 

জিসি / ০৪