ওএসডির পর বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই জেলা প্রশাসক

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২০, ২০২৫
১১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫
১১:৪৮ পূর্বাহ্ন



ওএসডির পর বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই জেলা প্রশাসক


২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সিলেটের এক সাবেক জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামকে (ডিসি) ওএসডি করার পর বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

কাজী এমদাদুল ইসলাম মিনিস্টার স্থানীয় (যুগ্ম-সচিব)। তিনি ২০১৮ থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কাজী এমদাদুল ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে  বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা হি এ জেড এম নুরুল হক ও সে সময়কার সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামকে তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।


এএফ/০২