খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫
০৪:২১ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫
০৪:২১ অপরাহ্ন
জাকের আলী অনিক ক্যাচটা ধরলেই বাংলাদেশ জয় পেত, এমনটা অবশ্য জোর দিয়ে বলার জো ছিল না। তবে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার যদি লোকেশ রাহুলের ক্যাচটা ধরতেন তাহলে ম্যাচের চিত্র বদলেও যেতে পারত। কেননা সে সময় ভারতের প্রয়োজন ছিল ৮৩ বলে ৬৩ রান।এমন সমীকরণে লোকেশ আউট হলে ভারতের ঘাড়ে চাপটা আরো বাড়ত।
কারণ, জাকেরের ক্যাচ মিসের আগেই দ্রুত তিন উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। তাতে বোলিংয়ে নেতৃত্ব দেন লেগস্পিনার রিশাদ হোসেন। ক্যাচ মিস করার শাস্তি যা হয়, ম্যাচে শেষেও তাই হয়েছে। ভারতের কাছে ৬ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করেছে বাংলাদেশ।
সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছেই সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। দুবাইয়ের হারে প্রতিশোধ নেওয়ার বিপরীতে উল্টো ক্ষতটা আরো বাড়ল নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের। বাংলাদেশের ক্ষত দগদগে করতে ভারতের ব্যাটিং অর্ডারে নেতৃত্ব দিয়েছেন সেঞ্চুরিয়ান শুবমান গিল।
বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্যটা বড় না হলেও মাঝে একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশ।
ভারতের দুই ব্যাটিং কিংবদন্তি রোহিত শর্মা-বিরাট কোহলিদের সঙ্গে আরো দুই তারকা ব্যাটারকে আউট করেছিল বাংলাদেশ। তখন ভারতের দলীয় স্কোর ছিল ৪ উইকেটে ১৪৪ রান। কিন্তু ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে ধরে রেখে বাংলাদেশের ‘গলার কাঁটা’ হয়ে থাকেন গিল। আউট তো হননি উল্টো তিন অঙ্কের ঘর স্পর্শ করে বাংলাদেশকে বিদ্ধ করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
সর্বশেষ ৪ ওয়ানডেতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন গিল।
যার মধ্যে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফিতে আসার আগে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলা গিল আজ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ১০১ রানের ইনিংসে পরে ২১ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ভারত। ২৫ বছর বয়সী ব্যাটার ইনিংসটি সাজান ৯ চার ও ২ ছক্কায়।
পঞ্চম উইকেটে লোকেশের সঙ্গে ৮৭ রানের জুটি গড়েন গিল। ৯ রানে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত রোহিতের মতো সমান ৪১ রানে অপরাজিত থাকেন জীবন পাওয়া লোকেশ। তানজিম হাসান সাকিবকে ছক্কা হাঁকিয়ে ম্যাচও শেষ করেন উইকেটরক্ষক ব্যাটার। বাংলদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন লেগস্পিনার রিশাদ।
এতে গিলের সেঞ্চুরিতে ম্লান হয়ে যায় তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি হৃদয়। তার সেঞ্চুরি ও জাকেরের ফিফটিতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশ ২২৮ রানের সংগ্রহ পেয়েছিল। কিন্তু গিলের সেঞ্চুরিতে ষষ্ঠ উইকেটে দুজনের ১৫৪ রানের রেকর্ড জুটি কোনো কাজে আসল না বাংলাদেশের।
এএফ/০৬