মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক


ফেব্রুয়ারি ২৩, ২০২৫
০৯:৩১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫
০৯:৩১ অপরাহ্ন



মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং করে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মধ্যরাতে জরুরি প্রেস ব্রিফিং করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরণের চেষ্টা করে যাচ্ছে  আওয়ামী দোসররা।’ তিনি বলেন, ‘তারা দেশ থেকে প্রচুর টাকা স্থানান্তর করেছে, ওই টাকা ব্যবহার করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।’ যেভাবেই হোক তা প্রতিহত করা হবে বলে তিনি এসময় মন্তব্য করেন।

রবিবার দিবাগত রাত তিনটায় বারিধারার ডিওএইচএসে নিজ বাসভবনে জরুরি প্রেস ব্রিফিং করে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে যে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা সম্পূূর্ণ সজাগ। আপনারা জানেন আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরণের চেষ্টা করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘যেহেতু তারা দেশ থেকে প্রচুর টাকা স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করছে। ওই টাকা ব্যবহার করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থায় করতে দেবো না আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে রাতে যেখানে আমাদের বাহিনী প্রযোজন হবে সেখানে তারা যাবে এবং প্রতিহত করবে।’

তিনি বলেন, আমি দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই এই আওয়ামী যারা এ কাজগুলো করতেছে, তাদের আমি ঘুম হারাম করে দেবো। এবং তারা কোথাও স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। ‘

আইনশৃঙ্খলাবাহিনীর টহল আরো বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার আইনশৃঙ্খলাবাহিনীকে বলে দিয়েছি। তারা তাদের টহল আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও আর কোনো কিছু না ঘটে তার ব্যবস্থা নেবে। সবাইকে আমি নির্দেশনা দিয়েছি এবং তারা ভালোভাবে এটি কার্যকর করবে। তারা যদি তা করতে না পারে তবে তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নেবো।’

দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘দেশবাসীকে বলতে চাই দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই।’


এএফ/০১