‘আমাদের ব্যর্থতা আছে, অস্বীকার করার সুযোগ নেই’

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৪, ২০২৫
০৬:৪২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৫
০৬:৪৫ পূর্বাহ্ন



‘আমাদের ব্যর্থতা আছে, অস্বীকার করার সুযোগ নেই’

‘আমাদের ব্যর্থতা আছে, অস্বীকার করার সুযোগ নেই’


দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এটা অস্বীকার করার উপায় নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের ব্যর্থতা আছে, অস্বীকার করার সুযোগ নেই।

তবে বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ব্যবস্থা নিচ্ছি। বিপ্লব পরবর্তী দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। আরব বসন্তের পরে সেসব দেশেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল।

ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

জিসি / ০১