সরাসরি ভোটে বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৬, ২০২৫
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৫
০৭:০১ অপরাহ্ন



সরাসরি ভোটে বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম, সম্পাদক রায়হান
ফয়সল আহমদ চৌধুরীর অভিনন্দন


সরাসরি ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন। বিপুল সংখ্যক ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচিত করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে ভোটগ্রহণ শুরু হয়। চলে বেলা ২টা পর্যন্ত। ৩১৯ জন ভোটারের মধ্যে দুই শতাধিক ভোটার তাদের অধিকার প্রয়োগ করেন। বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক পদে পৃথক ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে রায়হান আহমদকে বিজয়ী ঘোষণা করা হয়।

ভোটে ছাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ভোটগ্রহণের প্রায় দুই সপ্তাহ পূর্ব থেকে ছাত্রত্ব আছে, এমন ভোটারদের দলে ভেড়ায় ছাত্রদল।


ফয়সল আহমদ চৌধুরীর অভিনন্দন 

সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক রায়হান আহমদকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। গণতন্ত্রের চর্চা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হওয়া জরুরি। বিগত ১৭ বছর দেশে গণতন্ত্রের চর্চা রুদ্ধ ছিল।মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। স্বৈরাচারের পতনের পর স্বল্প সময়ের ব্যবধানে ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে একটি নজির স্থাপিত হলো।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নির্বাচিত সদস্যরা তাদের প্রতিভার ছাপ রাখবেন এবং কল্যাণকর কাজে নিজেদের নিয়োজিত করে ছাত্রদলের সুনাম বৃদ্ধি করবেন বলে আমি আশাবাদী।’ তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সকলসহ কলেজ ছাত্রদলের সবাইকে অভিনন্দন জানান।


এএফ/০৩