কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৮, ২০২৫
১১:০৭ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৫
১১:০৭ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত


সিলেটের কোম্পানীগঞ্জে পানির সাবমারসিবল মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল ওয়াদুদ (৪৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তার বাড়ীর পাশে এ ঘটনা ঘটে।

আব্দুল ওয়াদুদ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছনবাড়ী গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, আব্দুল ওয়াদুদ বাড়ীর পাশে ধানখেতে পানি দেওয়ার জন্য একটি সাবমারসিবল মটর হাতে নিয়ে ঘরের বোর্ড থেকে সুইচ দিয়ে বিদ্যুৎ চালু অবস্থায় তার ছাড়তে ছাড়তে মটর হাতে নিয়ে ৪০০-৫০০’ দূরে পানি দেওয়ার জন্য যান। এমতাবস্থায় মটর পানিতে দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধানখেতে পানি দেওয়ার জন্য অবৈধ সাইটলাইন টেনে প্রায় ৪শ’ ফুট দূরে সাবমারসিবল মটর চালাতে গিয়ে এ ঘটনা ঘটে। আমরা সব সময় মানুষকে সচেতন হয়ে বিদ্যুৎ ব্যবহারের জন্য উৎসাহিত করছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এএফ/০৩