বাংলাবাজার পত্রিকায় সিলেট ব্যুরোর দায়িত্ব পেলেন জুলফিকার তাজুল

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৮, ২০২৫
০২:৪৯ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২৫
০২:৪৯ অপরাহ্ন



বাংলাবাজার পত্রিকায় সিলেট ব্যুরোর দায়িত্ব পেলেন জুলফিকার তাজুল


দেশের পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক বাংলাবাজার পত্রিকা’  সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক জুলফিকার তাজুল। পাশাপাশি তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট-এর সিলেট জেলা প্রতিনিধি হিসাবেও নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি সংশ্লিষ্ট মিডিয়া দুটির কর্তৃপক্ষ পৃথকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন।

জুলফিকার তাজুল দীর্ঘদিন ধরে অনলাইন পোর্টাল এখন সিলেট ডটকমের নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক জালালাবাদ, দৈনিক সিলেট বাণীসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক ম্যাগাজিনে কাজ করেছেন।

জুলফিকার তাজুলের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার  মুড়িরগুল গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরে বসবাস করছেন। 

তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। কর্মক্ষেত্রে শুভাকাঙ্খিসহ সকলের দোয়া, ভালোবাসা ‍এবং পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা চেয়েছেন। নিউজ সংক্রান্ত বিষয়ে ০১৭১৭৮৭০৭৯৪ এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।


এএফ/০৫