সিলেট মিরর ডেস্ক
মার্চ ০১, ২০২৫
১২:০২ অপরাহ্ন
আপডেট : মার্চ ০১, ২০২৫
১২:০২ অপরাহ্ন
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার রোজা শুরু হচ্ছে।
আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।ফলে রবিবার (১ মার্চ) শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এই মাস।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজান মাসের চাঁদের দেখা গেছে।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সাহরি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস।
এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা।