সিলেটে চাঁদাবাজি ও অপহরণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০২, ২০২৫
০৯:৫৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২৫
০৯:৫৪ পূর্বাহ্ন



সিলেটে চাঁদাবাজি ও অপহরণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তার


সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে (৩৮) চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেপ্তার করেছে সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ।

আজ রবিবার (২ মার্চ) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

জয়দীপ নগরের দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার নগরের জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়াকে (৫০) সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে যাওয়া হয় জয়দীপ চৌধুরী মাধবের (৩৫) নেতৃত্বে। এরপর ছুরি দিয়ে ভয় দেখিয়ে সাড়ে ১৬ হাজার টাকা চাঁদা আদায় করে এবং আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে মারধর করা হয়। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় হকার কাজল মিয়া বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় জয়দীপকে প্রধান আসামিক করে আরো ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।

এদিকে ঘটনার প্রতিবাদে ওইদিন রাত ১০টার দিকে জিন্দাবাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা। খবর পেয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী গিয়ে হকারদের শান্ত করে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর ২ ঘন্টার মাথায় রাত ১২টার দিকে কেন্দ্র থেকে বহিস্কার করা হয় যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধবকে।


এএফ/০২