সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৪, ২০২৫
০৪:২৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৪, ২০২৫
০৪:২৬ অপরাহ্ন
রমজান মাসে সিলেটে লেবুর বাজারে চলছে তুঘলকি কাণ্ড। বড় সাইজের লেবুর হালি ২৫০ টাকা আর সবচেয়ে ছোট সাইজের লেবু কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। তবে সবচেয়ে আলোচিত হচ্ছে জারা লেবুর দাম। নগরের বন্দরবাজারের লালবাজারে এক হালি জারা লেবুর দাম সাড়ে ৪ হাজার টাকা হাঁকা হয়েছে।
সিলেট নগরের বন্দরবাজার, আম্বরখানা, রিকাবী বাজার, মেডিক্যাল রোড বাজার, মদিনা মার্কেট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বছরের এই সময়টায় লেবুর ফলন কিছুটা কম হওয়ায় বাজারে দাম চড়া বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতারা বলছেন, লেবু এখন সারা বছরই চাষ হয়। তা ছাড়া রমজানের দুই দিন আগেও যে লেবুর হালি ছিল ২০ টাকা, সেটি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
নগরের বন্দরবাজারের ব্রাহ্মময়ী বাজার ও লাল বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ বড় আকারের লেবু প্রতি হালি ১২০ টাকা, ছোট আকার ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ লেবুর মধ্যে একটু বড় আকারের লেবুর হালি ২৬০ টাকা দাবি করলেন এক বিক্রেতা।
হাসান আহমদ নামের ওই বিক্রেতা বলেন, ‘এটি এলাচি জারা আবার কেউ ঠনা লেবুও বলেন। এর শক্ত অংশ অনেকে শখ করে খান। এগুলো প্রতি হালি ২৫০ টাকায় বিক্রি করছি।’
নগরের লাল বাজারের ছোট্ট দোকানে নানা জাতের লেবু নিয়ে বসেছেন ইমন আহমদ নয়ন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বড় সাইজের হরিপুরি জারা লেবু হালি ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করছি। মাঝারি সাইজেরগুলোর হালি ১ হাজার ৬০০ টাকা।’
দাম এত বেশি কেন প্রশ্নে তিনি বলেন, ‘হরিপুরি জারা লেবুর চাহিদা বেশি, দামও বেশি, খেতেও সুস্বাদু।
তিনি মাঝারি সাইজের অন্য আরেকটি জারা লেবু দেখিয়ে বলেন, ‘এগুলো আবার ৪০০ টাকা হালি।’ দামের তারতম্যের কারণ হিসেবে তিনি বলেন, ‘এগুলো নরসিংদীর জারা লেবু, দাম কিছুটা কম, ৪০০ টাকা। একই সাইজের হরিপুরি জারা লেবু আবার ১৬০০ টাকা।’ তার এখানে আদা লেবু ১২০ টাকায় বিক্রি করছেন বলে জানান।
শওকত হোসেন নামের এক ক্রেতা বলেন, ‘হরিপুরি জারা লেবু আমাদের জন্য নয়, বিত্তশালীদের জন্য। তবে সাধারণ লেবুর দাম রমজানকে সামনে রেখে যেভাবে বাড়ানো হয়েছে তা, এক কথায় অবিশ্বাস্য। যে লেবুর হালি রমজানের দুই দিন আগেও ২০ টাকা ছিল, সেটি এখন ৮০ টাকা চাইছে। এবার রমজানে তেল ছাড়া প্রায় সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা গেলেও লেবু সিন্ডিকেটে চলে গেছে মনে হচ্ছে।’
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শ্যামল পুরকায়স্থের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এএফ/০৪