হকারমুক্ত ফুটপাতের দাবিতে সিলেটে সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৫, ২০২৫
০৯:২৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৫
০২:১৫ অপরাহ্ন



হকারমুক্ত ফুটপাতের দাবিতে সিলেটে সমাবেশ ও মানববন্ধন


সিলেটের ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ক্ষুব্ধ নাগরিক নেতৃবৃন্দ। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখলের প্রতিবাদে ও দ্রুত হকার উচ্ছেদের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

আজ বুধবার (৫ মার্চ) বেলা দুইটায় নগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেটের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য নাগরিক অংশ নেন।

সমাজসেবী ও ছাত্রনেতা বেলায়েত হোসেন মোহনের সভাপতিত্বে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের স্বাধীন পরিচালক সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিসিকের সাবেক কাউন্সিলর ওলিউর রহমান সুহেল সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির সভাপতি রিয়াজ আহমেদ, ব্যবসায়ী আব্দুল ওয়াহদি সুহলে, মখলছি খান, নারী উদ্যোক্তা ও রাজনীতিবিদ ফাহিমা কুমকুম, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি রিয়াজ আহমেদ, প্রেস মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামাল আহমেদ, ব্যবসায়ীদের মধ্যে লুৎফর রহমান মোহন, সৈয়দ লোকমানুজ্জামান, দেওয়ান আরাফাত জাকি, মুনমি আহমদে, আহমদে নাজমি পান্না, ওসমান গনি, মোহাম্মদ তায়ফে, আহমদে মইনুল, ফজলে রাব্বি আহসান, যুব সংগঠক তোফায়লে আহমদে, আব্দুস সালাম টিপু, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, যুব সংগঠক ইকবাল আহমদ মাসুম, শ্রমিক নেতা আলী আকবর রাজন,  ফরহাদ আহমদে, রুবেল আহমেদ, এনামুল হক মায়া, মুমনি লস্কর, নাবিল রাজা, মিজান আহমদ, ইমরান আলী, মুন্না ঘোষ, পান্না ঘোষ, ইবনে জাহান তানভির, আবদুল্লাহ, আজহার অনিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘নগর নোংরা ও চলাচল অনুপযুক্ত হয়ে পড়ছে। নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, বন্দরবাজারের রাস্তায়, ফুটপাতে দুইজন মানুষ পাশাপাশি ক্রস করতে পারেন না। কারণ ফুটপাত দখল হয়ে গেছে। মানুষ নানা ধরণের ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ছিনতাই বেড়েছে, রাহাজানি বেড়েছে। এগুলো থেকে নগরবাসী পরিত্রাণ চায়। হকারমুক্ত ফুটপাত চায়।’

ব্যবসায়ী নেতারা বলেন, ‘ব্যবসায়ীরা সারা বছর সরকারের টেক্স, ভ্যাট দিয়ে, দোকান ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করেন। তারা এই রমজান ও ঈদের সময় একটু ভালো ব্যবসা করার আশায় থাকেন। কিন্তু হকাররা নগরের ফুটপাতগুলো দখল করে শুধু নাগরিকদের ভোগান্তি ও বিড়ম্বনা বাড়ায়। ব্যবসায়ীরাও তাদের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। এ থেকে পরিত্রাণ দরকার।’

দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে যমুনা অয়েল লিমিটেডের স্বাধীন পরিচালক ও বিএনপি নেতা সালেহ আহমদ খসরু বলেন, ‘আমার দলের কাউকে যদি অপরাধে পান তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। পুলিশের আইন অনুযায়ী যেভাবে নিয়ম আছে সেভাবে করুন।’

পরে সমাবেশ থেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে বলা হয়, ‘৪৮ ঘন্টার মধ্যে ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ করা না হলে সিলেটবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।’



এএফ/০৩