বারাকা ইসলামিক সেন্টারের বিভিন্ন কোর্স সম্পন্নকারীদের সনদ ও পাগড়ি প্রদান সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৫, ২০২৫
০৪:০৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২৫
০৪:০৭ অপরাহ্ন



বারাকা ইসলামিক সেন্টারের বিভিন্ন কোর্স সম্পন্নকারীদের সনদ ও পাগড়ি প্রদান সম্পন্ন


বারাকা ইসলামিক সেন্টার থেকে হিফজ ও সহীহ্ কোর'আন এবং বেসিক ইসলামিক স্টাডিজ বিভাগে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ, পাগড়ি প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মোট ৩৩ জন শিক্ষার্থীকে সনদ প্রদান ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

বারাকা ইসলামিক সেন্টারের ফাউন্ডার কমিটির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা দেওয়ান হুজাইফা হোসাইন চৌধুরী।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হযরত শাহজালাল (র) দরগা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা দেওয়ান হুজাইফা হোসাইন চৌধুরী বারাকা ইসলামিক সেন্টারের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এ ধরণের ইসলামিক সেন্টার বর্তমান সমাজে খুবই প্রয়োজন। জাগতিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি গঠনে বারাকার ভূমিকা অপরিসীম।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারাকা ইসলামিক সেন্টারের পরিচালনা পর্ষদের সভাপতি ফাহিম আহমদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ এ মাসুম এবং সেক্রেটারি আনহার উদ্দিন দোলন।


প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও কো-অর্ডিনেটর মাওলানা ইয়ামিন চৌধুরী'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোর'আন তিলাওয়াত করেন হিফয বিভাগের ছাত্র হুজাইফা ত্বারেক।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহীহ কোর'আন ও বেসিক ইসলামিক স্টাডিজ শিক্ষা এবং পার্ট-টাইম হিফয বিভাগের ইনচার্জ মুফতি মাওলানা আব্দুল্লাহ জাফর। বক্তব্য দেন হিফজুল কোর'আন বিভাগের ইনচার্জ হাফিজ সাদ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ ও সকল উস্তাদবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৪ সালে এ হিফয সম্পন্নকারী ৭ জন হাফিজ এবং সহীহ কোর'আন শিক্ষা ও বেসিক ইসলামিক স্টাডিজ শিক্ষা বিভাগের ১৫ জন শিক্ষার্থী ও মহিলা বিভাগ হতে ১১ জন সহ মোট ৩৩ জন শিক্ষার্থীকে সনদ প্রদান ও বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।


এএফ/০৮