সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৭, ২০২৫
০২:২৫ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২৫
০২:২৫ অপরাহ্ন
সিলেটস্থ বংশীকুন্ডা ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ মার্চ) নগরের জিন্দাবাজারস্থ একটি রেঁস্তোরায় সংগঠনটির সভাপতি খোকন মোহাম্মদ রিয়ানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রিয়াদ মাহফুজ মাছুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ, সিলেটের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসাইন।
আমন্ত্রিত অতিথি ছিলেন, ব্যবসায়ী মো. নূর আলম জামাল ভুঁইয়া, ব্যাংক কর্মকর্তা রাহুল সরকার, রেখাবুল আলম সায়েম, প্রভাষক জামাল হোসেন, কবি ও শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, শিক্ষক স্বপন মিয়া, দেলোয়ার হোসেন বাবু।
সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, প্রভাষক জহিরুল ইসলাম জহির, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন মনি, রুহুল আমিন ওয়ারেছ ও জেনারুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, সজীব আহমেদ তাসিন। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন রাইকুল ইসলাম, মোনাজত করেন রুহুল আমিন ওয়ারেছ।
এএফ/০৪