ভারতের অভ্যন্তরে যেভাবে নিহত হন শাহেদ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৭, ২০২৫
০২:৩৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২৫
০২:৩৮ অপরাহ্ন



ভারতের অভ্যন্তরে যেভাবে নিহত হন শাহেদ


সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি সংলগ্ন ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) এক বাংলাদেশী তরুণ লাশ পাওয়া গেছে। ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় (খাসিয়া) চোরাকারবারীদের সঙ্গে দ্বন্দ্ব থেকে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে।


পূর্বের সংবাদ-

কানাইঘাট সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশীকে গু লি করে হত্যা


স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর পুত্র শাহেদ আহমদ গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কাজের উদ্দেশ্যে আরো বেশ কয়েকজনের সাথে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খোঁজতে থাকেন। একপর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমদের বুকে গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।

কানাইঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে প্রবেশের পর এক পর্যায়ে ভারতীয় (খাসিয়া) চোরাকারবারীদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ আহমদ। এবং তাদের দ্বারা আক্রান্ত ও আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি বিজিবির মাধ্যমে বিএসএফকে অবগত করলে বিএসএফ একজন মৃত ব্যক্তির স্থিরচিত্র পাঠায় এবং সেটি দেখে স্বজনরা নিশ্চিত করেন এটি শাহেদের মরদেহ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘এখন পর্যন্ত যতটুকু জেনেছি ভারতের অভ্যন্তরে দেশটির (খাসিয়া) চোরাকারবারিদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের আঘাতে তার মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।’


এএফ/০৫