সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৭, ২০২৫
০৩:৪০ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২৫
০৩:৪০ অপরাহ্ন
সিলেটের স্বনামধন্য বিদ্যাপিঠ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় নগরের জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হারুনুর রশীদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শামসুল কবির, ডেভোলাপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান ড. শামীম আল আজিজ লেলিন ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী।
এছাড়া অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক নূরজাহান শিমু, সহকারী অধ্যাপক মো. আমির হোসেন, সহকারী অধ্যাপক ইসরাত শারমিন, সহকারী অধ্যাপক সামিহা সানজানা ও প্রভাষক তানজিলা আক্তার।
ইফতার মাহফিলে ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষার্থীরা স্বতষ্ফুর্তভাবে অংশ নেন।
এএফ/০৮