চৌহাট্টায় নারীর স্বর্ণ ছিনতাই, ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৮, ২০২৫
০৪:০৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২৫
০৪:০৬ অপরাহ্ন



চৌহাট্টায় নারীর স্বর্ণ ছিনতাই, ছিনতাইকারী গ্রেপ্তার
চৌহাট্টায় নারীর স্বর্ণ ছিনিয়ে নেয়া সেই ছিনতাইকারী গ্রে ফ তা র


নগরের চৌহাট্টা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এ নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের ২১ দিন পর ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার (৮ মার্চ) ভোর পাঁচটার দিকে বিমানবন্দর থানাধীন সাহেববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মো. জাকির হোসেন (৩৩)। সে বিমানবন্দর থানার সাহেবের বাজারের বাজারতল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে নগরের চৌহাট্টায় শহীদ শামসুদ্দিন হাসপাতালের সামনে আমেনা বেগম (৬০) নামের এক নারীকে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে নগদ ৮ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী আমেনা বেগমের ছেলে পারভেজ আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন।

এ ঘটনায় পূর্বে গ্রেপ্তার হওয়া আসামি দেলোয়ার খানের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ আজ শনিবার ভোরে বাজারতল এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, ‘জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।’


এএফ/০৫