মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, যা বলছে কর্তৃপক্ষ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২৫
০৮:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২৫
০৮:৪২ পূর্বাহ্ন



মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, যা বলছে কর্তৃপক্ষ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, যা বলছে কর্তৃপক্ষ


রাজধানীর আগারগাঁও এলাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধ জাদুঘরের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে— প্রিয় দর্শনার্থীগণ, আজ সকাল ৯টা নাগাদ শর্ট সার্কিটের কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের জেনারেটর কক্ষে আগুন লেগে যায়।

যার কারণে নিয়মিত কার্যক্রমে সামান্য বিলম্ব হয়। তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাদুঘরের সব কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ঘরের জেনারেটররুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

জিসি / ০১