সিলেট মিরর ডেস্ক
মার্চ ১০, ২০২৫
০৯:১৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২৫
০৯:১৪ পূর্বাহ্ন
বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক
ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। ব্রিটিশ হাইকমিশনারকে ইসির নির্বাচন প্রস্তুতি জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (১০ মার্চ) দুপুরে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে ঘন্টাখানেকের বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।
বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, 'বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।'
সিইসি জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়ার পাশাপাশি বাংলাদেশের গণতন্ত্রের পথে উত্তরণে তারা ইসিকে সহায়তা করতে চান। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন ও কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। ইসির অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট।
জিসি / ০৪