সিলেট মিরর ডেস্ক
মার্চ ১০, ২০২৫
১১:৩৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২৫
০৯:৫৫ অপরাহ্ন
দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে কলেজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক আফজল হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু, ছাত্রদল নেতা তারেক আহমদ চৌধুরী, জাকির হোসেন, রায়হান আহমদ, অমর আহমদ, জালালাবাদ কলেজ ছাত্রদলের সভাপতি ছামি আহমদ চৌধুরী, শিমুল আহমদ, দিপু ইসলাম, জাকির হোসেন, ছানি আহমদ, রাসেল আহমদ, মাহবুব আহমদ, তুহিন আহমদ, সুজন আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশব্যাপী নারীদের যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে।’ দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে তারা বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে সরে যাক।’
এএফ/০৩