সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৫, ২০২৫
০৩:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৫, ২০২৫
০৩:৪৬ পূর্বাহ্ন
আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সিলেট নগরের মিরবক্সটুলায় যাত্রা শুরু করেছে হোটেল রয়েল মার্ক। বৃহস্পতিবার ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার, শাহজালাল ইসলামী ব্যাংক এর ইভিপি ও ম্যানেজার মো. তোফায়েল ইয়াকুব, ট্রাস্ট ব্যাংক এর ভিপি ও সিনিয়র ম্যানেজার চৌধুরী তামান হাসিব, শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের সানি ইমাম হুজাইফা হোসাইনসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যবসায়ীবৃন্দ।
ইফতারপূর্বে দোয়া পরিচালনা করেন, শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের সানি ইমাম হুজাইফা হোসাইন।
বর্তমান সময়ের সব সুবিধাই রয়েছে এ হোটেলটিতে। রয়েছে ৬ ক্যাটাগরির ডিলাক্স রুম। ১৪ তলা বিশিষ্ট এ হোটেল ভবনে রয়েছে সুফরা রেস্টুরেন্ট, কফি হাউজ ‘ক্রিমজ’।
এ ছাড়াও রয়েছে সুবিশাল সুফিয়ানা ব্যাংকুইট হল। হোটেলটিতে রয়েছে রুফটপ রেস্টুরেন্ট ব্যবস্থা। ‘আংরা’ নামের এই রেস্টুরেন্টটিতে বার-বি-কিউ-এর পাশাপাশি রয়েছে লাইভ কিচেন সুবিধা।
হোটেল কর্তৃপক্ষ জানান, নগরের প্রাণকেন্দ্র হওয়াতে পর্যটকদের যাতায়াতের জন্য সুবিধা হবে এই হোটেলটি। তারা জানান, উদ্বোধন উপলক্ষে প্রথম ৩ মাস রুম ট্যারিফে ৫০ পারসেন্ট ডিসকাউন্ট সুবিধা পাবেন বোর্ডাররা।
তারা জানান, বিলাসবহুল গেস্ট রুম ও স্যুট রয়েছে হোটেলটিতে। সুসজ্জিত এর সব কক্ষ। অতিথিদের আরাম ও স্বাচ্ছন্দ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সব কক্ষই শীতাতপ নিয়ন্ত্রিত। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য সার্বক্ষণিক টেলিফোন সুবিধা, বিনোদনের জন্য টেলিভিশন, হেয়ারড্রায়ার, উš§ুক্ত ওয়াইফাই সংযোগ প্রভৃতি রয়েছে সব কক্ষে।
বিশেষ করে হোটেলটির রুফটপ রেস্টুরেন্ট অতিথিদের কাছে ভীষণ জনপ্রিয় হবে বলে তারা আশা প্রকাশ করেন। রুফটপে ‘আংরা’ রেস্টুরেন্টে বার-বি-কিউসহ সুস্বাদু খাবার উপভোগের সুযোগ রয়েছে সবার জন্য। এর পাশাপাশি দেশি-বিদেশি প্রায় সব ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে।