জৈন্তাপুর সীমান্তে বিজিবির উপর চোরাকারবারীর হামলা, আহত ২

জৈন্তাপুর প্রতিনিধি


মার্চ ১৬, ২০২৫
০৫:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৬, ২০২৫
০৫:৩৫ পূর্বাহ্ন



জৈন্তাপুর সীমান্তে বিজিবির উপর চোরাকারবারীর হামলা, আহত ২


সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাইপথে ভারত থেকে গরু প্রবেশের সময় বিজিবি উপস্থিত হলে ক্ষেপে গিয়ে তাদের উপর চোরাকারবারিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০ টায় জৈন্তাপুর উপজেলার (১২৮৬/ ২২৮৭/ ১২৮৯/ ১২৯০, ১২৯১/ ১২৯২/ ১২৯৪) ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্তে দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন লাইন ম্যানোজের মাধ্যমে বা সিজার চুক্তির মাধ্যমে চোরাকারবারী দলের সক্রিয় সদস্যরা ভারতীয় গরু মহিষ প্রবেশ করায় জৈন্তাপুর বাজারে। ভারতীয় গরু প্রবেশের খবর পেয়ে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির সদস্যরা টহল দল ১২৮৭-৮৮ মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে বিজিবি টহল অবন্থান করে। এদিকে চোরাকারবারীরা সীমান্তে গরু প্রবেশের পূর্বে বিজিবির অবস্থান টের পেয়ে গরু বাঁচাতে গিয়ে বিজিবির উপর ক্ষেপে গিয়ে হামলায় চালায়। হামলায় দুইজন বিজিবি সদস্য গুরুতর আহত হন। আহত বিজিবি সদস্যরা হলেন মো. হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯)।

বিজিবি সদস্যদের সাথে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে ১টি গরু রেখে বাকি গরু নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুইজন সদস্যকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

জৈন্তাপুর বিওপি'র দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নাম্বার (০১৭৬৯-৬১৩০৮৮)-এ যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্প কমান্ডার ঘটনা সত্যতা স্বীকার করে জানান, চোরাকারবারিদের হামলায় টহল দলের দুইজন বিজিবি সদস্য আহত হয়ে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন পরে বিস্তারিত জানতে পারবেন। 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি জানিনা তবে হামলার ঘটনায এখনো কোনো অভিযোগ আম্র নিকট আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরকেএস-০১/এএফ-০১