সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৭, ২০২৫
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৭, ২০২৫
০২:৪৬ পূর্বাহ্ন
দীর্ঘদিন পর এক একসঙ্গে দেখা গেল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরীর সমর্থক নেতাকর্মীদের। উপস্থিত ছিলেন সিলেট বিএনপির এই দুই শীর্ষ নেতাও। রবিবার নগরের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে এমন দৃশ্য দেখা গেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে মুক্তাদীর ও আরিফুল বলয়ের প্রায় সব প্রভাবশালী নেতা-কর্মীই উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ খসরু। কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ সালাম, ক্ষুদ্রঋণবিষয়ক সহসম্পাদক আবদুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া, ফয়সল আহমদ চৌধুরী ও হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতীক্ষায় রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে অতীব জরুরি সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান বক্তারা।
ইফতার মাহফিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী, সহ–উপাচার্য সাজেদুল করিম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আশরাফুল আলম, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক শামীমুর রহমান ও সদস্যসচিব শাহনেওয়াজ আহমদ, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
ইফতার শেষে মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘বিএনপিতে কোনো কোন্দল-বিভাজন নেই। যে বা যাঁরা বলয়ের কথা বলছেন, সেটা সঠিক নয়। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সবাই ঐক্যবদ্ধ। আজকের ইফতার মাহফিলে সব পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি আমাদের ঐক্যবদ্ধ অবস্থানকেই প্রমাণ করেছে।’
এর আগে ৯ মার্চ একই কনভেনশন সেন্টারে ইফতারের আয়োজন করেছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এতে বিএনপির কেন্দ্রীয়-স্থানীয় নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নিলেও খন্দকার আবদুল মুক্তাদীর ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের দেখা যায়নি।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সিলেটে বিএনপির রাজনীতি এখন দুটি বলয়ে বিভক্ত। একটির নেতৃত্বে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে দলীয় প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর। অন্যটির নেতৃত্বে আছেন আরিফুল হক চৌধুরী।
এএফ/০২