শাবির সনাতন বিদ্যার্থী সংসদ নেতৃত্বে পান্না-কৌশিক-টগর

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৮, ২০২৫
১২:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২৫
১২:৫২ পূর্বাহ্ন



শাবির সনাতন বিদ্যার্থী সংসদ নেতৃত্বে পান্না-কৌশিক-টগর


নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঘোষিত হল সনাতন বিদ্যার্থী সংসদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাখার ৯ম কার্যনির্বাহী কমিটি-২০২৫। 

গত শুক্রবার, সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ইউসি বিল্ডিং এর ১০৩ নং কক্ষে ৮ম কার্যনির্বাহী কমিটির সভাপতি দীপু রাম রায়, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও সম্মানিত অতিথি পীযূষ কান্তি পুরকায়স্থ এর উপস্থিতিতে উক্ত কমিটির সদস্যবৃন্দদের শপথবাক্য পাঠ করানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিক দে, সৌরভ দেব শুভ্র ও উৎপল রায়। 

৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শ্রীমতি পান্না সরকার। নির্বাহী সভাপতি পদে ৪র্থ বর্ষের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মৃদুল রাজবংশী কৌশিক ও সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন বাংলা বিভাগের একই বর্ষের টগর পাল। 

এছাড়াও সহ সভাপতি পদে নিযুক্ত হয়েছে সজীব রায়, প্রদীপ পাশী, পলি রাণী দাস, সুজন সূত্রধর,কাঞ্চন চন্দ্র পাল, মিশন রায়, সৌরভ দেবনাথ,জানকী রায় ও হরিভক্ত অধিকারী।

কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছে স্বপ্নীল দাস ও সহ-কোষাধ্যক্ষ সাগর মণ্ডল, তুষি ঘোষ ও বিপ্লব দাশ। সাংগঠনিক সম্পাদক সৌরভ রায় ও সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভ চক্রবর্তী, নেহা সরকার, আকাশ সরকার ও অর্পিতা দেব উমা। ধর্মচক্র ও শাস্ত্রার্থ বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত হয়েছেম শাত্তন দেবনাথ ও সহ ধর্মচক্র পদে আছেন অদ্রিকা অধিকারী, অলি দাশ, অঙ্কিতা সাহা। দপ্তর সম্পাদক পদে জয় কৈরি জয় ও সহ-দপ্তর সম্পাদক সজল সেনগুপ্ত, সৌরভ রায় ও প্রান্ত চৌধুরী। 

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন রবিন সরকার ও সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আছেন কনক রায় ও বাপ্পী ভাট। আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে নিযুক্ত আছেন সব্যসাচী দাশ ও সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সূচিত্রা রায়, রঞ্জিতা দেবনাথ পুজা। গ্রন্থাগার সম্পাদক কাজল দাস ও সহ-গ্রন্থাগার সম্পাদক ঐশী রায় ও বিপ্লব রায়। 

এছাড়াও গণযোগাযোগ সম্পাদক পদে নিযুক্ত হয়েছে অনুদীপ দাস সৃজন ও সহকারী হিসেবে আছেন শুভ্র দাস ও ঋষিতা সাহা। রেড স্বস্তিকা সম্পাদক পদে বাপ্পী সরকার ও সহ রেড স্বস্তিতা সম্পাদক পদে আছেন ভৈরবী রায়, অভিজিৎ নাথ, বিজয় সাহা ও অনিক কান্তি। ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ঋত্বিক দাস ও উদয় সাহা চঞ্চল। সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজল রায় ও পূরবী দাস। তীর্থযাত্রা ও পর্যটন সম্পাদক ফাল্গুনী ভৌমিক ও সহ তীর্থযাত্রা ও পর্যটন সম্পাদক প্রীতম দেবনাথ,জয় বিশ্বাস, বাস্তব রায় ও প্রত্যাশা দাস পুজা। এছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নিযুক্ত হয়েছে অচিন্ত্য দে ও সহ পদে আছেন প্রান্ত দে ও সূচনা দাস পুজা। 

সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ এর সভাপতি রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক পরিমল রায় রানা শাবির সনাতন বিদ্যার্থী সংসদের নবম কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।



এএফ/০২