নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৮, ২০২৫
০৩:৫১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৮, ২০২৫
০৩:৫১ অপরাহ্ন
সিলেট ফটোগ্রাফিক সোসাইটির (এসপিএস) নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। আ ন ম জিয়াকে সভাপতি ও মো. এখলাছ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. রায়হান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক পয়েল আহমদ, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তাজরিন আফজা, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক মো. এনামুল হক, প্রচার সম্পাদক সালেহ আহমদ এবং নির্বাহী সদস্য হয়েছেন শামী মো. মনজুর কাদির, আলী কামাল সুমন ও মিঠু চেত্রী।
আ ন ম জিয়াকে সভাপতিত্বে নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার তোফায়েল আহমদ।
নবনির্বাচিত কমিটির কোষাধ্যক্ষ খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. মোস্তফা জামান বাহার, আতাউর রহমান আতা, জগলুল হায়াত, নিরঞ্জন দে জাদু, আব্দুল মোনায়েম।
শুভেচ্ছা বক্তব্য দেন ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, এসপিএসের সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন, এসপিএসের সদস্যদের মধ্যে আনিস মাহমুদ, মাহবুবুর রহমান মাহবুব, ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কার্তিক পাল।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের উপদেষ্টারা। লন্ডন প্রবাসী সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান মাহবুব নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি আ ন ম জিয়া। দোয়া পরিচালনা করেন মাওলানা রোমন আহমদ।