গোয়াইনঘাটে গভীর রাতে তরুণ খুন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৮, ২০২৫
০৬:৩৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৮, ২০২৫
০৬:৩৯ অপরাহ্ন



গোয়াইনঘাটে গভীর রাতে তরুণ খুন


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাহেল শাহরিয়ার (২১) নামের এক তরুণ খুন হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার রাধানগর বাজারের কাছে এ ঘটনা ঘটে। খুনিরা তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেলেও পুলিশের ধারণা নিছক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়নি।

নিহত সাহেল উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

তিনি মৌসুমকেন্দ্রিক ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে সাহেল মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেল রাধানগর বাজারের কাছাকাছি এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত করে তাকে রাস্তার পাশে ফেলে সঙ্গে থাকা নগদ অর্থ ও ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশা চালক তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুষ্কৃতকারীরা মোটরসাইকেল নিয়ে গেলেও নিছক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে না।

এর পেছনে পূর্ব লেনদেন বা শত্রুতার বিষয়ও থাকতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং হামলাকারীদের ধরতে তৎপর রয়েছে।’


এএফ/০২