সিলেট উইমেন চেম্বারে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৯, ২০২৫
০৪:২৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২৫
০৪:২৬ অপরাহ্ন



সিলেট উইমেন চেম্বারে প্রশাসক নিয়োগ


অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরীকে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচাল ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করেন।

অফিস আদেশে বলায়, ‘সিলেট ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্যগণের অভিযোগের প্রেক্ষিতে কারণ দর্শানোর জাবে গ্রুপের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি সন্তোষজনক জবাব উপস্থাপন করতে পারেনি।’ এতে আরো বলা হয়, ‘যেহেতু ক সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি পরিচালনা পরিষদ ভোটার তালিকা যথাযথবাবে প্রকাশ ও প্রচার করেননি, চেম্বারে বিভিন্ন ক্যাটাগরির সদস্য সংখ্যার অনুপাতে নগণ্য সংখ্যক সদস্যকে ভোটার তালিকায় অন্তভুক্ত করা হয়েছে এবং নির্বাচনী বোর্ড গঠন ও নির্বাচন আপীল বোর্ড গঠনের ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হয়েছে।’ 

আদেশে কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগের নির্দেশনা দিয়ে বলা হয়, ‘সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিলপূর্বক সরকার অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিলেটকে ক সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতঃ নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।’

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন উইমেন চেম্বারের প্রশাসকের দায়িত্ব পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।

তিনি বলেন, ‘সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আজকে (বুধবার) দায়িত্ব গ্রহণ করেছি।

প্রসঙ্গত, উইমেন চেম্বারের অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত শনিবার কালের কণ্ঠে ‘সিলেট উইমেন চেম্বার অব কমার্স : আগাগোড়া অনিয়ম আর একনায়কতন্ত্রের গল্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 

 


এএফ/০১