নিজস্ব প্রতিবেদক
মার্চ ২০, ২০২৫
০২:৩৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ২০, ২০২৫
০২:৩৭ অপরাহ্ন
সিলেট নগরের সুবহানীঘাটে ইবনে সিনা হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, নগরের সুবহানীঘাট পয়েন্ট থেকে ধোপাদিঘীরপাড় মুখি সড়কের উপর ইবনে সিনার দুটি ভবনের সংযোগকারী ওভার ব্রিজ স্থাপিত ডিজিটাল বিল বোর্ডে হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠে। বেশ এটি চলতে থাকলে অনেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে সাইনবোর্ডের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।
এ বিষয়ে যোগাযোগ করলে ইবনে সিনা হাসপাতাল সিলেটের হেড অব বিজনেস ডিপার্টমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ‘ডিজিটাল সাইনবোর্ডটি নতুন লাগানো হয়েছে। ঢাকার একটি প্রতিষ্ঠান এটি স্থাপনের কাজ করেছে। এখনো সেটি আমাদের বুঝিয়ে দেয়নি। সুতরাং হঠাৎ করে এটিতে কিভাবে লেখা ভেসে উঠল আমাদের জানা নেই। তারা বলতে পারবেন। আগামীকাল (বৃহস্পতিবার) তাদের সঙ্গে যোগাযোগ করে এটি কিভাবে ঘটল তা উদঘাটনের চেষ্টা করব।’